চুলের যত্নে তিসির ব্যবহার


তিসি খুবি উপকারি একটি জিনিস।তিসি ব্যবহার করলে চুলের বিভিন্ন রকম সমস্যা ভালো হয়ে যাই।তিসি যেমন খাওয়া যাই ।তেমনি চুলে ব্যবহার করা যাই । মুখে ও ব্যবহার করা যাই।তিসির গুনের কথা বলে বুঝানো যাবে না।তিসি একটি উপকারি শস্য়।
তিসির ব্যবহার
  • তিসি ব্যবহার করলে চুল খুবই সুন্দর হয়।
  • তিসি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়।
  • চুলের মধে বিভিন্ন ধরনের ফুস কুড়ি ,খুসকি হয়ে থাকে এটি ব্যবহার করলে ভালো হয়ে য়ায।
  • চুল পড়া বন্ধ হয়।
  • মাথায় ছোট ছোট চুল গজায়।
  • চুল লম্বা হয় ও ঘন দেখায়।
  • চুল সিল্কি ও সাইনি দেখায়।
প্রথমে দুই চামচ তিসি নিতে হবে,তারপর এক গ্লাস পানি নিতে হবে।নেওয়া পর এই দুই টি মিস্রন ভালো ভাবে চুলায় জাল দিতে হবে।মিস্রন টি অনবরত নারতে হবে। যতখন মিস্রন টি ঘন না হয়। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে।
তারপর এটি ঠান্ডা হয়ে গেলে মাথায় দিতে হবে।এটি মাথায় ৩০ থেকে ৪০ মিনিট রাখতে হবে। তারপর এটি ঠান্ডা পানি দিয়ে পরিস্কার করতে হবে এবং শেম্পু দিতে হবে।চুল শুকিয়ে গেলে চুল গুলো দেখতে এত সুন্দর লাগবে তা বলে বোঝানো যাবে না।চুল গুলো দেখতে এত স্পট দেখাবে।


































































এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url