শিশুকে বাংলা বর্ণমালা শিখানোর কৌশল


তিন বছর বয়স থেকে শিশুকে শিক্ষা দেওয়া হয় পরিবার থেকে। ছোট থেকেই শিশুকে বাংলা বর্ণমালা শেখানো হয়। আদর্শ লিপি বইতে বিভিন্ন ছবির সঙ্গে বর্ণ পরিচয় থাকতো। এরপর শিশুকে বানান শেখানো হতো। বানান শেখানোর পর পুরো বাক্য গঠন এরপর লাইন বাই লাইন পড়তে বলা হত শিশুকে। এভাবে বর্ণমালার সঙ্গে শিশুর পরিচয় ঘটে।
বাংলা বর্ণমালা শিখানোর কৌশল

যুগ বদলেছে শিক্ষায় এসেছে নতুনত্ব। নতুনত্বের ছোঁয়া পড়েছে শিশুর লেখা পড়াতে। বিভিন্ন মাধ্যম আবিষ্কার হয়েছে। এক একটি মাধ্যম একেক রকমের। বর্ণমালার খেলনা দিয়ে বাবা-মা শিশুকে পড়াশোনা শেখাচ্ছেন। শেখানোর রীতিতেও এসেছে অমূল্য পরিবর্তন। যেমন বর্ণমালার গাড়ি, কাপড়ের তৈরি বর্ণমালা, ম্যাজিক স্লেট, সংখ্যার ব্লক ইত্যাদি বর্ণমালা শেখানোর বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায়।

আরো পড়ুনঃ

বিভিন্ন রকমের পদ্ধতি থাকলেও শিশুকে বর্ণমালা শেখানোর কৌশল আপনাকে জানতে হবে। কিভাবে শুরু করতে হবে, কিভাবে শিশুকে সহজে বর্ণমালা শেখানো যাবে। এর জন্য শিশুর সঙ্গে আন্তরিক ভাবে মিশতে হবে। শিশু যেভাবে শিখতে চাই সেভাবে শেখাতে হবে জোর করা যাবেনা।

বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শিশুকে কিভাবে শেখাবেন এর কৌশল আলোচনা করা হল।

  • আগেকার দিনে বর্ণমালা শেখানোর জন্য শুধু বই পড়ানো হতো। কিন্তু এখন বইয়ের পাশাপাশি বিভিন্ন রকমের মাধ্যমে এসেছে। শিশুকে খেলার ছলে আমরা বর্ণমালা শেখানোর সুযোগ পেয়েছি। যার ফলে শিশুরা খেলতে খেলতে বর্ণমালা শিখতে পারে। তাই বর্ণমালা শেখার শুরুটা হোক খেলার ছলে।
  • শিশুর বয়স যখন আড়াই বছর হবে তখন থেকে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী দিয়ে বর্ণমালা শেখাতে পারেন। ওই সময়টা শিশুকে যা শেখাবেন সেটাই তাড়াতাড়ি শিখে যাবে।
  • গান বা ছড়ার মাধ্যমে শিশুকে বর্ণ শেখাতে পারেন। এই মাধ্যমটা খুবই ভালো। প্রতিদিন শুনতে শুনতে শিশু বর্ণমালা শিখে যাবে।
  • বর্ণমালার বই শিশুর সামনে প্রতিনিহিত রাখতে হবে। এটি রাখার ফলে বই দেখতে দেখতে শিশু অনেক কিছু শিখে যাবে। এর ফলে বই হয়ে যাবে শিশুর বন্ধু।
  • শিশুর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। শেখাতে হবে আনন্দের মাধ্যমে। বর্ণমালা মুখস্ত না করিয়ে আগে শিশুর সঙ্গে পরিচয় করাতে হবে। বর্ণ চেনাতে হবে কোনটা কোন বর্ণ। সব শিশুই একইভাবে বর্ণ শিখতে পারে না একেক জন একেক ভাবে শিখে।
  • অনেক শিশু বাংলা বর্ণমালা না শিখিয়ে প্রথমে ইংরেজি বর্ণ গুলো শেখেন।তারা মনে করেন ইংরেজি বর্ণ গুলো শিশুরা সহজেই শিখতে পারে। এটা ঠিক নয়। বাংলা বর্ণ গুলো প্রথমে শেখানো প্রয়োজন।
  • বাংলা বর্ণমালা শেখানোর সময় সঠিক উচ্চারণ জেনে তারপর শেখাতে হবে। কারণ সঠিক উচ্চারণ না জানলে সে কখনোই সঠিক বলতে পারবেনা। এর জন্য সঠিক উচ্চারণ শেখানো উচিত।
  • অ দিয়ে বাংলা বর্ণমালা শুরু। তাই বলে অ দিয়ে শেখাতে হবে এমনটা নয়। শিশু যেটা আগে পড়তে চাইবে সেটাই শিশুকে আগে শিখিয়ে দিতে হবে। তাহলে সে তাড়াতাড়ি শিখতে পারবে। তারপর আপনি তাকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পরিচয় জানাবেন।
  • বর্ণমালা শেখানোর আগে বাক্য পড়ে শোনাতে হবে। গল্প অথবা ছড়া পড়েও শোনাতে পারেন।বাংলা বর্ণমালার অ তে অজগর শেখার আগে শিশু পড়বে অজগরটি আসছে তেড়ে। এর মধ্যে থেকে বর্ণমালা শেখাতে পারেন।
  • যে বর্ণটি বলবেন সে বর্ণের ওপর শিশুকে আঙ্গুল দিয়ে পড়তে বলবেন। এতে শিশু ছন্দে ছন্দে পুরো বিষয়টি পড়বে এবং আনন্দ পাবে। বর্ণমালা শেখা সহজ হয়ে যাবে।
  • শিশু যখন শব্দ পড়তে পারবে তখন তাকে বর্ণমালা খুঁজে বের করতে বলবেন। আম শব্দটি থেকে আ বর্ণটি বের করতে বলবেন। তখন সে বুদ্ধি খাটিয়ে আ শব্দটি খুঁজে বের করবে।
  • বর্ণমালা শেখানোর আগে বিভিন্ন রকমের আকৃতির সঙ্গে পরিচয় করে দিতে হবে। প্রথমে দাগ শিখিয়ে শুরু করুন। তারপর বৃত্ত আঁকাতে বলুন। এই ভাবে আঁকাতে আঁকাতে সে লিখা শিখে যাবে। প্রথমে আপনার শিশুকে চোখ দিয়ে লিখা শিখাতে। তারপর পেন্সিল এবং কলম দিয়ে লিখা শিখাতে হবে।
  • প্রথমে সহজ এবং একই রকমের বর্ণগুলো আগে শিখাতে হয়। তারপর এক এক করে অন্য বর্ণগুলো লিখাতে হবে। এতে করে তাড়াতাড়ি লেখা শিখে যাবে শিশুরা।
  • শিশুকে লেখা শেখানোর আগে ইচ্ছামতো আঁকতে দিতে হবে। পেন্সিল বা কলম দিয়ে হাত ঘোরাতে বলুন। এটা করতে করতে শিশু লেখা শিখে যাবে।
  • শিশুর শিক্ষককে অবশ্যই হাসিখুশি থাকতে হবে। তাকে বুঝতে দেওয়া যাবে না যে তাকে পড়াশোনা শেখানো হচ্ছে। তার সঙ্গে খেলতে হবে,তার সঙ্গে পড়তে হবে,গান করতে হবে ,ছড়া করতে হবে ইত্যাদি।তাহলে শিশুর শেখার আগ্রহ বাড়বে।
  • শিশু যতক্ষণ পড়তে চাই ততক্ষণে পড়বে। জোর করে আটকে রাখবেন না। এতে শিশুর পড়ার আগ্রহ নষ্ট হয়ে যাবে।আর এক বার আগ্রহ নষ্ট হয়ে গেলে তাকে বর্ণ মালা শেখানো কষ্ট হয়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url