সেগুন কাঠের আসবাব পত্রের সুবিধা
সেগুন কাঠের প্রচুর উপকারিতা রয়েছে। সেগুন কাঠ কিভাবে শনাক্ত করতে হয় সে বিষয়ে আমরা জেনে নেই। এটি একটি বৃহৎ গাছ। প্রায় ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। শরৎকালের পাতা ঝরে যায় ও নতুন পাতা জন্মে। সেগুন কাঠের ফুল ছোট সাদা এবং বড় কাগজের পাতা রয়েছে যা প্রায় নিচের পৃষ্ঠে লোমযুক্ত হয়।হলুদ বর্ণের হয়।
কখনো কখনো এটিতে কালো দাগ থাকে। স্যাপউড সাদা থেকে ফ্যাকাসে হলুদ- বাদামী রঙের হয়। সেগুন কাঠের নিজস্ব শক্তি রয়েছে যা এটিকে বাকে উডস থেকে আলাদা করে। কিন্তু এর বহিরা বরণটা কোমল লোমাবৃত। বর্ষায় ফুল ফোটে ও শীতে ফল হয়। এর জন্মস্থান মায়ানমার ও মালদ্বীপ, মধ্যভারত, মাদ্রাজ, বিহার ও দক্ষিণাত্যে।
এর সংস্কৃত নাম শাক, বাংলায় প্রচলিত নাম সেগুন ও তেলেঙ্গুতে টেকু নামে পরিচিত।
সেগুন কাঠ অন্যান্য কাঠের তুলনায় খুবই শক্তিশালী এবং টেকশই। বেশিরভাগ মানুষ কাঠের ফার্নিচার বেশি পছন্দ করে। কারণ কাঠের ফার্নিচার টেকসই হয়। অন্যান্য কাঠের তুলনায় মানুষ সেগুন কাঠ বেশি পছন্দ করে। সেগুন একটি গ্রীষ্মমন্ডলীয় শক্ত কাঠের পর্ণমোচী গাছ যা মিশ্র শক্ত কাঠের বনে দেখা যায়।
সেগুন কাঠ টেকসইঃ
সেগুন কাঠ শক্তিশালী হওয়ার জন্য মানুষ এই কাঠ কে বেশি পছন্দ করে। কারণ মানুষ দেখে যে কোন কাঠ বেশি টেকসই সেই কাঠটি বেশি পছন্দ করে। সেগুন কাঠ অন্যান্য কাঠের চেয়ে ঘন মোটা কাঠামো রয়েছে এবং এটি ভারি যা এটিকে শক্তি এবং স্থায়িত্ব দেয়। সেগুন কাঠের আসবাবপত্র খুব শক্তিশালী এবং স্থায়িত্বের জন্য পরিচিত।
সেগুন কাঠ আবহাওয়া প্রতিরোধীঃ
বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়ার কারণে সেগুন কাঠ সংকুচিত হয় না বা পাকা হয় না। এই কাঠের একবার ফার্নিচার তৈরি করা হলে, এটি গ্রীষ্মকালে প্রচন্ড তাপ সহ্য করতে পারে এবং শীতকালে হিমায়িত ঠান্ডা সহ্য করতে পারে। এটি আবহাওয়া প্রতিরোধী জন্য এর আসবাবপত্র চাহিদা বেড়েই চলেছে। কারণ এই কাঠ সহজেই নষ্ট হয় না বেঁকে যায় না।
সেগুন কাঠ টেরমাইন প্রতিরোধীঃ
সেগুন কাঠে প্রাকৃতিক তেল রয়েছে যা এটিকে তিমি প্রতিরোধই করে তোলে। তেল গুলো একটি অ্যান্টি- টার্মাইট আবরণ হিসেবে কাজ করে এবং কাঠকে তেমন কোন পালিশ ছাড়াই ব্যবহার করা যায়। প্রাকৃতিক তেলগুলো কাঠকে শুকনো পচা থেকে রক্ষা করে। প্রাকৃতিক রং এবং ট্র্যাকচার অবিশ্বাস্য যা সকল মানুষই পছন্দ।
খোদাই নিখুঁত ডিজাইনঃ
সেগুন কাঠের ঘন পুরত্বের জন্য ছুতার এবং কাঠমিস্ত্রিরা এটিতে কাজ করতে আনন্দ পায়। সেগুন কাঠ সহজে চিপ অফ হয় না। সেজন্য কারিগররা সহজেই সূক্ষ্ম নকশা খোদাই করতে পারে। এই কাঠের উপর যে কোন গভীরতার ডিজাইন করা যায়।
দীর্ঘস্থায়ী গুণঃ
দীর্ঘস্থায়ী গুণের জন্য সেগুন কাঠ সকলেই পছন্দ করে। এই কাঠের ফার্নিচারের জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন নেই।সেগুন কাঠের স্থায়িত্বের কারণে এর ফার্নিচার সকলেই পছন্দ করে।সেগুন কাঠের আসবাবপত্র বাজারে সেরা হিসেবে ব্যবহৃত হয়। ফার্নিচার গুলোর দামও অনক। বিশ্বের সব জায়গায় সেগুন কাঠের ফার্নিচার দেখা যায়।
সেগুন কাঠ একটি মূল্যবান উপাদান যা আগামী প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উপাদান।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url