রচনাঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অথবা বাংলাদেশের ষড়ঋতু


ভূমিকাঃ

বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চার পাশের নানা দৃশ্য হৃদয় মন কেড়ে নেয়। প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে।ছয় ঋতুর নীলাভূমি আমাদের এই বাংলাদেশ। প্রতি দুই মাসে হয় একটি ঋতু। ঋতুগুলো পর পর আসে। বিভিন্ন রীতিতে এ দেশ বিভিন্ন রূপ ধারণ করে। এই রীতিগুলো হল গ্রীষ্ম, বর্ষা, শরৎ,হেমন্ত, শীত ও বসন্ত।

গ্রীষ্মকাল

প্রথম ঋতু হলো গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। এ সময় সূর্যের প্রখর তাপে নদী- নালা ও খাল- বিল শুকিয়ে যায়।সূর্যের দাবদাহে সমস্ত প্রকৃতির যেন খাঁ খাঁ করতে থাকে। মাঝে মধ্যে দেখা দেয় কাল বৈশাখী তান্ডব লীলা। এ সময় মধুর মত মিষ্টি নানা ফল পাওয়া যায়। যেমন-আম, জাম কাঁঠাল, আনারস, লিচু ইত্যাদি।

বর্ষাকাল

গ্রীষ্মের পর আসে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এ দুমাস বর্ষাকাল। এ সময় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। সারাদিন রিমঝিম শব্দে বৃষ্টি পড়ে। বর্ষাকালে নদী-নালা, খাল- বিল আবার বৃষ্টির পানিতে ভরে যায়। মাঠ- ঘাট, বন- প্রান্তর সবুজ শ্যামল হয়ে ওঠে। বর্ষার সময় বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় যেমন- কদম, কেয়া ও আরো নানা ফুল।

শরৎকাল

বর্ষার পর আসে শরৎ। ভাদ্র ও আশ্বিন দুই মাস শরৎকাল। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় শিউলি ফুল ফোটে। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়।

হেমন্তকাল

শরৎ ঋতুর পর আসে হেমবরণী হেমন্ত ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। এই সময় মাঠে মাঠে সোনালী ধান পাকে। ধানের ম-ম গন্ধে বাংলার আকাশ- বাতাস ভরে ওঠে। ফসল কাটার আনন্দে ভরে ওঠে কৃষকেরা।

শীতকাল

হেমন্ত ঋতুর পর আসে শীত ঋতু। পৌষ ও মাঘ এ দুমাস শীতকাল। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা।প্রচন্ড শীতে গাছপালা ও প্রাণীকুল যেন জর্জরিত ও প্রাণহীন হয়ে যায়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা পুলি। এ সময় রাতে শিশির পড়ে আর সকাল বেলা কুয়াশার জন্য সূর্যের মুখ দেখা যায় না।

বসন্তকাল

শীতের পর আসে বসন্ত। ফাগুন ও চৈত্র এ দুই মাস বসন্তকাল। বসন্তে কোকিল ডাকে। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ।

উপসংহার

এ ঋতু চক্র প্রকৃতিকে দিয়েছে এক অপরূপ মহিমা। এমন ঋতুর খেলা আর কোথাও নেই।বস্তুত ছয়টি ঋতুর এই পালাবদলের খেলা আমাদের দেশ কে করেছে রূপে রূপে অপরূপ।

কবি ঠিকই গেয়েছিলেন-

“ এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি”

সকল দেশের রানী সেজে এমন জন্মভূমি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url