পাকা চুল কালো করার ৬টি উপায় এবং কফির গুরুত্ব রয়েছে


আমাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে কালো চুল। সেই কালো চুল যদি পাকতে শুরু করে তাহলে চেহারার সৌন্দর্য কমতে থাকে। অনেকের বয়সের কারণে চুল পেকে যায় আবার অল্প বয়সে হরমোন জনিত কারণে চুল পেকে যায়। এই চুল পাকা শুরু হলে অনেকে বাজার থেকে কিনে আনে রাসায়নিক দেওয়া রং।কিন্তু বেশিরভাগ কেমিক্যালযুক্ত রঙেই অ্যামোনিয়া থাকে। এ থেকে এলার্জি হতে পারে মাথার ত্বকে, বেশিদিন ব্যবহার করলে চুল খারাপ হতে থাকে।
পাকা চুল কালো করার উপায়


এই কেমিক্যাল যুক্ত রং ব্যবহার করার ফলে পাকা চুল কালো হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি। এই কফির সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে প্যাক তৈরি করে চুলে মাখতে পারলে চুল কালো হয়ে যাবে।

কফি এবং লেবুর রসঃ

একটি পাত্রে ১ টেবিল চামচ কফি এবং পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে রাখতে হবে। আধাঘন্টা এটি দিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রতি সপ্তাহে এই নিয়ম মেনে চললে পাকা চুল কালো হবে।

কফি এবং নারিকেল তেলঃ

লেবুর রসে সাইট্রিক এসিড রয়েছে । এটি দেওয়ার ফলে অনেকের মাথা চুলকায় । এজন্য সবাই লেবুর রস ব্যবহার করতে পারেনা। সেক্ষেত্রে কফির সঙ্গে নারিকেল তেল মিশিয়ে মাথায় দিতে পারেন। আধা ঘন্টা পর শ্যাম্পু করে নিতে হবে। এটি কয়েক সপ্তাহ ব্যবহার করার পর পাকা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করে।

আরো পড়ুনঃ 

আমলকির প্যাকঃ

১ টেবিল চামচ আমলকির পাউডার আর ৩ টেবিল চামচ নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে জাল দিতে হবে। তারপর এই মিশ্রণটি যতক্ষণ কালো না হয় ততক্ষণ যাল দিতে হবে। এই মিশ্রনটি কালো হয়ে গেলে তারপর নামিয়ে রেখে ঠান্ডা করতে হবে। এরপর ছেঁকে শিশিতে ভরে রাখুন। এই তেল শ্যাম্পু করার আগের দিন রাতে মাথায় ভালোভাবে লাগাতে হবে। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার ফলে চুল পাকা কমে যাবে। চুলের গোড়াও মজবুত হবে।

চায়ের নির্যাসঃ

১ কাপ পানিতে ২ চা চামচ কালো চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা করে, পুরো মাথায় ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে। ঘন্টাখানেক পর ধুয়ে নিতে হবে। এটি দেওয়ার পর শ্যাম্পু দেবেন না পরের দিন দিবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে। মাসে দুইবার ব্যবহার করা যাবে।

কারি পাতা ও নারকেল তেলের প্যাকঃ

আধা কাপ নারিকেল তেল আর এক মুঠো কারি পাতা একসঙ্গে মিশিয়ে জ্বাল করতে হবে। এ সময় দেখবেন তেলে কালচে ভাব দেখা দিচ্ছে। তখন নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে নিয়ে। এই তেল পুরো চুলে ভালো করে ম্যাসাজ করতে হবে। এরপর ১ ঘন্টা মাথায় রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার পড়তে পারেন। এটি ব্যবহারের ফলে মেলানিন ফিরিয়ে আনতে সাহায্য করে।

হেনা ও আমলকির প্যাকঃ

তাজা হেনার পাতা আর আমলকি বেটে নিতে হবে একসঙ্গে। এর সঙ্গে কফি পাউডারের গুড়া মিশে নিতে হবে। এরপর প্যাক তৈরি করে চুলে লাগিয়ে রাখতে হবে। এক ঘন্টা পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিতে হবে। মাসে একবার করলে চুল কালো হয়ে যাবে।

এই উপাদান গুলো ব্যবহার করলে আপনার অবশ্যই উপকার মিলবে। এজন্য এটি নিয়মিত ব্যবহার করতে থাকবে না। তাহলে আপনার চুল যেমন শক্ত হবে তেমনি কালো হবে। আমার এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ঘুরে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url