২০২৪ সালের কোন স্মার্টফোন সবচেয়ে জনপ্রিয়
স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রয়োজনে আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। অফিস আদালতের বিভিন্ন কাজ আমরা এই স্মার্ট ফোনের মাধ্যমে করে থাকি। যেমন- মেল পাঠানো, মেসেজ পাঠানো ইত্যাদি। ক্যামেরা থেকে হিসাবের ক্যালকুলেটর পর্যন্ত সব এখন করা হয় এক স্মার্টফোনের মাধ্যমে।
ছোট থেকে বড় পর্যন্ত সকলে এখন স্মার্টফোন ব্যবহার করে থাকে। স্মার্টফোন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এতে করে দিন দিন স্মার্টফোনের চাহিদাও বেড়ে উঠেছে।তাই প্রতিবছর বাজারে বের হয় নানা ব্যান্ডের অসংখ্য স্মার্টফোন। তাই ২০২৪ সালেও বের হয়েছে নানা ব্র্যান্ডের স্মার্টফোন।
কিভাবে সেরা মোবাইল বের করবেন?
প্রথমে আপনি কেমন বাজেটের মোবাইল নিবেন সেটি আগে নির্ধারণ করতে হবে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পরলে আপনি বুঝতে পারবেন কোন মোবাইল সবচাইতে ভালো। এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ?
- আপনার বাজেট কত?
- আপনি কি ফোনটি ব্যবহার করবেন ক্যামেরার জন্য, গেমিং এর জন্য, দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য, না অন্য কোন কাজের জন্য ?
- আপনার পছন্দের ব্যান্ড আছে ?
- আপনার কি 5G ফোন দরকার ?
২০২৪ সালের সেরা কিছু মোবাইলঃ
প্রিমিয়াম কোয়ালিটিঃ
প্রিমিয়ান কোয়ালিটির ফোনগুলো একটু বেশি দামের মধ্যে। এই ফোন গুলোর একটু দাম বেশি হলেও এর কোয়ালিটি ভালো হয়ে থাকে। পারফরমেন্সের দিক থেকে অনলাইন জগতে নিজেকে স্থান করে নিয়েছে পাকাপোক্তভাবে।
- Samsung Galaxy S24 Ultra
- iPhone 15 Pro Max
- Xiaomi 13 Ultra
মিড- রেঞ্জঃ
যাদের হাই কোয়ালিটির মোবাইল নেওয়া সম্ভব নয় তাদের জন্য মিড রেঞ্জের মোবাইল নেওয়াটাই ভালো। কারণ সবকিছু টাকার উপর নির্ভর করে। কেউ চাইলেই সবচেয়ে ভালো মোবাইল ব্যবহার করতে পারবেনা। মিড রেঞ্জের মোবাইল গুলো পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত ভালো এবং দামটাও নাগালের মধ্যে।
- Google Pixel 8a
- OnePlus 11R
- Xiaomi 13T
- Redmi 12
- Itel S23+
- Realme 10
- Iqoo Z7 Pro
কম দামিঃ
যাদের বাজেট কম তাদের কম দামি মোবাইল কিনাটাই ভালো। কারণ কম দামি মোবাইলটাও খারাপ না। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী জিনিস কেনায় ভালো। এখনকার ফোন গুলো কম দামি হলেও পারফরম্যান্সের দিক সবাই এগিয়ে গিয়েছে, রিয়েল মি টেন প্রো আমি ইউজ করছি তিন বছর থেকে এটাতে আমি সন্তুষ্ট।
- Realme 10 Pro
- Redmi Note 12 Pro
- Samsung Galaxy A54
- Vivo Y17s
- Redmi 11 Prime
- Motorola Moto G24 Power
মোবাইল নির্বাচনের কিছু টিপসঃ
শুধুমাত্র প্যাসিফিকেশন দেখে মোবাইল কিনবেন না। মোবাইল কেনার আগে কোন মোবাইলের রিভিউ বেশি এবং ইউটিউব ভিডিও দেখতে হবে। মোবাইলের বিভিন্ন শোরুমে গিয়ে মোবাইল দেখে তারপর আপনি মোবাইলটা কিনতে পারেন। বিশ্বস্ত বিক্রেতার আছ থেকে মোবাইল কিনুন। তাছাড়া আপনি ঠকে যাবেন।
Samsung Galaxy S24 Ultra
তালিকায় প্রথম নামটা Samsung Galaxy S24 আল্ট্রার। Samsung এর এই ফ্লাকসিপ স্মার্টফোনটি বাজারে আসার সাথে সাথেই হইচই পড়ে গিয়েছে। কারণ ‘গ্যালাক্সির এ আই’ আর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার জাদুতে সবাই নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে। এছাড়া এ ফোনটিতে 5G সংযোগ, উন্নত সিকিউরিটি ফিচার এবং স্টাইলাস সাপোর্ট রয়েছে।এ কারণে এই স্মার্টফোনটি সবার পছন্দের হয়ে উঠেছে।
যেকোনো ধরনের ব্যবহারকারীর এটি পছন্দ হতে পারে, বিশেষ করে যারা উন্নত প্রযুক্তি ও কার্যকারিতা খুঁজছেন। স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা আপনার স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
iPhone 15 Pro Max
আইফোন ১৫ প্রো ম্যাক্স ৬.৭০ ইঞ্চি OLED ডিসপ্লের (২৭৯৬ গুণ ১২৯০ পিক্সেল) এই স্মার্ট ফোনে পাবেন A17 Bionic প্রসেসর যা সংস্থার দাবি অনুসারে, আগের প্রসেসরের থেকে দশগুণ বেশি শক্তিশালী। স্মার্টফোনের গতি বৃদ্ধির পাশাপাশি নিউরাল ইঞ্জিন ও মেশিন লার্নিং এর সুবিধা পাওয়া যাবে এ ৩ ন্যানো মিটারের প্রসেসরে। নতুন চিপের সঙ্গে কেটে নতুন অপারেটিং সিস্টেম ioS17 ও পাবেন ইউজাররা। টোরেজের ক্ষেত্রে 6GB LPDDR5 র্যাম এবং সর্বোচ্চ 1 TB স্টোরেজ মিলবে। apple এর দাবি অনুসারে, ২৯ ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ৯৫ ঘন্টা অডিও প্লেব্যাক এর সুবিধা মিলবে।
Google Pixel 8a
গুগল পিক্সেল ৮এ একটি আধুনিক স্মার্টফোন যা গুগলের নিজস্ব প্রযুক্তি ও সফটওয়্যার দ্বারা সজ্জিত।এতে রয়েছে OLED ডিসপ্লে, যা চমৎকার রং যেটা সবাই পছন্দ করে । ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং উন্নত নাইট মোড ফিচারসহ, এটি ছবির মান ভালো করে তোলে।
শক্তিশালী Google Tensor G3 প্রসেসর এবং 4500mAh প্রায় ব্যাটারি নিশ্চিত করে এবং দীর্ঘস্থায় পারফরম্যান্স দেয়। এছাড়াও 5G সংযোগ, দ্রুত আপডেট এবং উন্নত সিকিউরিটি ফিচারগুলো এই ফোনটিতে আরো আকর্ষণীয় করে তোলে। এই স্মার্টফোনটি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে।
Realme 12 Pro+
রিয়ালমি ১২ প্রো+ ডিজাইনটি করেছেন অলিভিয়া সাভিওর এবং এটি একটি প্রিমিয়ার মিড- রেঞ্জ ফোন। এই ডিজাইনটি খুবই ভালো এবং মোবাইলের গ্রিপ বেশ সুবিধা জনক। এটি একটি আকর্ষণীয় স্মার্টফোন। শক্তিশালী ক্যামেরার প্রযুক্তিটি এতই ভালো যে এই ফোনটি আপনাকে দেবে অসাধারণ কিছু ছবি।
১২০ হার্টজের OLED ডিসপ্লে রিয়েলমি ১২ প্রো+ এর ছবি এবং ভিডিও রেকর্ডিংও আরো ভালো। সেরা ব্যাটারি লাইফের সাথে, রিয়েলমি ১২ প্রো+ আপনাকে দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। নতুন তম রিয়েলমি UI এবং IP65 সার্টিফিকেশনের সাথে, এটি প্রয়োজনীয় সুরক্ষা দেয় এবং সহনশীলতা প্রদান করে।
শেষ কথাঃ
আজকের পোস্টে আমি আপনাদের কোন মোবাইল সবচেয়ে ভালো এবং কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সে বিষয়ে বুঝতে পেরেছেন যে কোন মোবাইল সবচাইতে ভালো এবং কোন মোবাইলের ক্যামেরা সবচাইতে ভালো। আজকের এই আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরো নতুন কিছু তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url